Brilliant Connect দিয়ে ৩০ পয়সা মিনিট কথা বলুন।।


মোবাইল ফোনের প্রতি মিনিটে সর্বনিম্ন কলরেট ৪৫ পয়সা করা হয়েছে ১৪ই আগস্ট থেকে। এর ফলে আমাদের ফোনের খরচ অনেক বেড়ে গেছে। এবার মোবাইল ফোন অপারেটরদেরকে প্যারার মধ্যে রাখুন।

আপনার যদি পর্যাপ্ত পরিমাণে ইন্টারনেট ডাটা থাকে তা হলে মেসেনজার অথবা ইমো দিয়ে কথা বলুন। তার সঙ্গে ব্যবহার করতে পারেন ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ। আপনার খরচ অনেক কমবে। যে কোন নাম্বার থেকে এই নাম্বারে ফোন করলে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ এ কল আসবে। আর এই অ্যাপ থেকে যে কোন নাম্বারে ফোন করা যাবে, একাউন্টে ব্যালেন্স থাকতে হবে। ব্রিলিয়ান্ট কানেক্ট থেকে কল করুন দেশের যেকোনো মোবাইল বা ল্যান্ড নম্বর এ মাত্র ৩০ পয়সা প্রতি মিনিটে (পালস ১ সেকেন্ড) | আর ব্রিলিয়ান্ট কানেক্ট থেকে যে কোন ০৯৬ নম্বরে কল করুন একদম ফ্রী।

একই সাথে আপনার ০৯৬৩৮ নম্বরটি বন্ধু এবং পরিবার মহলে ছড়িয়ে দিয়ে কল রিসিভ করুন যেকোনো নম্বর থেকে এবং জিতে নিন ফ্রি মিনিট। ডাউনলোড করুন, ব্যবহার করুন এই লিঙ্ক থেকে http://app.brilliant.com.bd/

আমি এখন মোবাইল ফোন ব্যবহার করি শুধু ইনকামিং কলের জন্য। আপনিও করুন।
যেভাবে রিচার্জ করবেন....

brilliant এর নতুন আপডেট যানতে ক্লিক করুন


5 Comments

  1. ব্রিলিয়ান্ট অ্যাপসে জাতীয় পরিচয়পত্রের ছবি দিয়ে সাবমিট করার পর অানুমানিক কতক্ষন পর অ্যাপ্রোভ করে দেয় ? এখন শুধু লেখা‌ দেখায় submitted - waiting for approval

    ReplyDelete
  2. If the voter submits with an ID card, or if he can do any problem with the ID card

    ReplyDelete

  3. সুন্দর পোস্ট
    ইউনিক টেক রিলেটেড সাইট
    https://tumons.com/

    ReplyDelete
পূর্বের পোস্ট পরবর্তী পোস্ট