Skitto সিম সম্পর্কে জেনে নিন!

 

Skitto হচ্ছে জিপির নতুন একটা সিম (প্যাকেজ)। এর কিছু তথ্যঃ . ১। কলরেট Skitto to Skitto ২৫ পয়সা প্রতি মিনিট। Skitto to Others (including GP) ৬০ পয়সা প্রতি মিনিট, সারাদিন, আজীবন। ২। ২ জিবি পনের দিন মেয়াদে কিনতে পারবেন ৩৯ টাকা দিয়ে এবং ৫০০ এমবি ৭ দিন মেয়াদে কিনতে পারবেন ১৫ টাকা দিয়ে। যত খুশি ততবার, যেকোন সময়। যেখানে ৪জি আছে সেখানে ৪জি স্পিড পাবেন। আর ৩জি স্পিডও বেশ ভালোই! . ৩। স্কুল, কলেজ, ভার্সিটিতে এই সিম বিক্রি করতেছে। অনেক জিপি সেন্টার থেকেও কিনতে পারবেন। ৪। অন্য কোন জিপি নাম্বার থেকে skitto তে মাইগ্রেট করতে পারবেন না। ৫। এই সিমে ইন্টারনেট কিনতে হবে শুধু Skitto এ্যাপসের মাধ্যমে। এই এ্যাপসেই এই অফারগুলো থাকবে। মানে হচ্ছে ফ্লেক্সিপ্লানের মত। . ৬। ফ্লেক্সিলোডের দোকানে লোড করার অবশ্যই বলে দিতে হবে এটা স্কিটো নাম্বার, নাহলে টাকা আসবে না। সবচেয়ে ভালো হয় মোবাইল ব্যাংকিং থেকে রিচার্জ করা, এক্ষেত্রে কোন ঝামেলা নেই। ৭। এই সিমের মূল্য ১১০ টাকা, সাথে থাকবে ২ জিবি ইন্টারনেট ৭ দিনের জন্য। ৮। জিপি বলেছে এই অফার অনেকদিন চলবে, মিনিমাম ৩ মাস। তবে চেঞ্জ করলেও টাকা খুব বেশি বাড়বে না।

নতুন সিমের আপডেট যানতে ক্লিক করুন

আরো জানতে বিজিট করুন-- Skitto.com

35 Comments

  1. আই অলরেডি চালাইছি

    ReplyDelete
  2. আমার কাছে ভালোই লাগে

    ReplyDelete
  3. ইন্টারনেট এর জন্য খুবই ভাল একটি সিম।

    ReplyDelete
  4. আমি ২টা কিনবো কিন্তু পাচ্ছিনা।

    ReplyDelete
  5. ভাই লালমনিরহাটে সিম এর দাম ২০০ করে চাচ্ছে কেন ? আর সাথে মাত্র ১ জিবি দিচ্ছে কেন ?

    ReplyDelete
  6. ভাই আমি কিনতে চাচ্ছি তবে ৩৫০ টাকা চায় কেনো ?

    ReplyDelete
  7. ভাই আমি কিনতে চাচ্ছি তবে ৩৫০ টাকা চায় কেনো ?

    ReplyDelete
  8. শহর অঞ্চলের দিকে নেট স্পিড ভালো থাকলেও গ্রাম অঞ্চলের দিকে নেট স্পিড অনেক কম

    ReplyDelete
  9. টাকা লোন নিতে হবে কি ভাবে বলা যাবে কি?

    ReplyDelete
  10. আমি স্কিটো সিম কিনতে চাই...? কিন্তু আমাদের আশেপাশে নেই...

    ReplyDelete
  11. আমি কিনেছি সিমটা বেশ ভালো নেই চালাইতে অনেক মজা

    ReplyDelete
  12. দিনাজপুরে কি পাওয়া যাবে

    ReplyDelete
  13. নাম্বার ভুলে গেলে কি করবো

    ReplyDelete
  14. নাম্বার ভুলে গেলে কি করবো

    ReplyDelete
  15. আমার একটা স্কিটো সিম আছে।আজ থেকে হঠাৎই সিম সাপোর্ট করছেনা।এখন কি করতে হবে?

    ReplyDelete
  16. কোথায় কিনতে পাওয়া যাবে । আর নেটওয়ার্ক কেমন। মানে সমস্ত দেশে কি চলবে কোথায় কোথায় টাওয়ার আছে

    ReplyDelete
  17. কেউ ৫০০টাকা নিলে কোন ব্যবস্তা আছে?

    ReplyDelete
  18. নিজের পুরনো নাম্বার এর সাথে মিলিয়ে নাম্বারপাওয়া যাবে

    ReplyDelete
    Replies
    1. স্কিটো তে এই সুবিধা নেই

      Delete
  19. ধন্যবাদ তথ্য শেয়ার করার জন্য।
    http://www.gganbitan.com

    ReplyDelete
  20. ধন্যবাদ তথ্য শেয়ার করার জন্য।
    http://www.gganbitan.com

    ReplyDelete
  21. skkito সিম কিনতে চাইলে।
    01405906593 এই নাম্বারে যোগাযোগ করেন।
    প্রতি সিমের দাম ২৫০ টাকা রাখা হবে।

    ReplyDelete
    Replies
    1. কোথায় পাওয়া যাবে।
      রাজশাহীর মধ্যে হলে নিব।
      ০১৭৯৭৯৩২৫৭৭

      Delete
    2. আপনার নিকটস্থ জিপি সেন্টারে যোগাযোগ করুন।

      Delete
  22. অনেকে এই বিষয় গুলো জানে না ।
    https://dreamssmile.com/

    ReplyDelete
  23. Apps a login hoy na kno ....akhn ki korbo

    ReplyDelete
  24. Good post

    https://www.mohinbd24.com

    ReplyDelete
  25. আমি ১ টি কিনবো কিন্তু রাজশাহী গ্রামীনফোন‌ সেন্টারেও নাই😔
    একটু যদি সাহায্য করতেন তো খুশি হতাম।
    ০১৭৯৭৯৩২৫৭৭

    ReplyDelete
  26. খুবই সুন্দর পোস্ট- পোস্ট দাতাকে ধন্যবাদ- নিম্নের পোস্টগুলো আপনার ভালো লাগতে পারেঃ আরোও জানুন- Dogecoin ইনকাম এই সম্পর্কে জানতে লেখার উপর ক্লিক করুন।

    রেফার করে ইনকাম এই সম্পর্কে জানতে লেখার উপর ক্লিক করুন।

    মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় এই সম্পর্কে জানতে লেখার উপর ক্লিক করুন।

    Dogecoin ইনকাম এই সম্পর্কে জানতে লেখার উপর ক্লিক করুন।

    ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার এই সম্পর্কে জানতে লেখার উপর ক্লিক করুন।

    বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম এই সম্পর্কে জানতে লেখার উপর ক্লিক করুন।

    ReplyDelete
পূর্বের পোস্ট পরবর্তী পোস্ট